Header Ads Widget

Responsive Advertisement

নদীয়ার ঐতিহাসিক নবদ্বীপের ২৪ টি দেখার জায়গা - অবশ্যই জেনে নিন

 প্রাচীন পর্যটন তীর্থ নবদ্বীপ ঃ--

নদের নিমাই শ্রী চৈতন্য দেবের জন্মস্থান নবদ্বীপ। বাংলার অক্সফোর্ড। জলঙ্গী-ভাগরথীর সঙ্গমস্থল এই নবদ্বীপ। প্রেম ভক্তি রসের মিলন স্থল হচ্ছে নবদ্বীপ। ঘর থেকে দু-পা এগুলেয় শুধু মন্দির আর মন্দির। যেখানে মন্দিরের ঘন্টা ধ্বনিতে ঘুম ভাঙ্গে মানুষের। খোল-করতালের মিষ্টি বোল শুনতে শুনতে ভোর হয়। আর মানুষ ভোর হতে যায় গঙ্গা স্নানে। আর নবদ্বীপের স্টেশনের নামই হচ্ছে " নবদ্বীপ ধাম" স্টেশন। ২৫০০ বছর আগে নবদ্বীপের অস্তিত্ব পাওয়া যায়। এক সময় নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। কাজেই এই শহরের গুরুত্ব অপরিসীম।

নবদ্বীপের নামকরণ নিয়ে বভিন্ন মত আছে । তবে ন'টি দ্বীপের সমাহার নবদ্বীপ। গঙ্গাগর্ভ থেকে উৎপন্ন নয়টি দ্বীপ, এই নয়টি দ্বীপের মিলিত স্থানই হচ্ছে  নবদ্বীপ। নূতন বর্ণলোপ হয়ে ন দীপ (প্রদীপ) দিয়া নবদ্বীপ। এই ভাবে ন দীয়া বা নোদিয়া, নুদীয়া অর্থাৎ জেলার নাম হয় নদীয়া। অন্যমতে এক তান্ত্রিক নটি দীপ জ্বালিয়ে সাধনা করতেন, সেই থেকে নবদ্বীপ। তবে যে যাই বলুক ৯ টি দ্বীপের কিন্তু খোঁজ মেলে। গঙ্গার পূর্ব দিকে ৪ টি দ্বীপ--যথা অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ ও মধ্যদ্বীপ। পশ্চিম দিকে ৫ টি দ্বীপ যথা-- কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ, মোদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ।

নবদ্বীপ শহরের মধ্যে প্রচুর মন্দির, তাই সব মন্দিরের নাম উল্লেখ করা সম্ভব নয়। তাই একটু পরিচিত মন্দিরগুলির নাম দেওয়া হলো।

১) প্রাচীন মায়াপুরঃ-- নিমাই-এর  জন্মস্থান। আদ্যা মন্দির, জগনাথ মন্দির, ভজনাশ্রম ও শ্রী গৌরাঙ্গ ভবন।

২) পোড়মাতলাঃ- মাঝখানে পোড়ামা(মূর্তি), উত্তরে ভবতারিনী মা কালি, দক্ষিণে শিব মন্দির, আছে শ্রীধর ঠাকুর মন্দির।

৩) যোগনাথতলাঃ- যোগনাথ মন্দির, জগন্নাথ মন্দির, গৌর গদাধর মন্দির ও আখড়া।

৪) বুড়ো শিবতলাঃ- বুড়ো শিব মন্দির, {টেরাকোটার কাজসহ উচ্চবেদী যুক্ত মন্দির}, শ্রী হরিসভা মন্দির, রামসীতার মন্দির, বিষ্ণুপ্রিয়া কুঞ্জ, ওলাদেবী কালি মন্দির, বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান।

৫) মহাপ্রভু পাড়াঃ-- রাস্তার দু'ধারে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, মহাপ্রভুর বিবাহ লীলা মন্দির, শ্রী নিত্যান্দ মিলন মন্দির, গুরুকুল শ্রীচৈতন্যের উপনয়ণ লীলা মন্দির, গৌরগদাধর ও ষড়ভূজ মহাপ্রভুর মন্দির, শ্রী অদ্বৈত মন্দির, জগাই-মাধাই মন্দির, শ্রী গৌরগোবিন্দ মন্দির, শ্রীগৌর-বিষ্ণপ্রিয়া মিলন মন্দির, শচীমাতা ও বিষ্ণুপ্রিয়া মিলন মন্দির, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ, শ্রীশ্রী গৌরাঙ্গদেবের মন্দির,

৬) শ্রীবাস অঙ্গনঃ- শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর মন্দির।

৭) বৌবাজার ঃ- শ্রীচিন্তামনি কুঞ্জ, শ্রীবাসুদেব অঙ্গন ও মন্দির।

৮) ফাঁসিতলাঃ- শ্রীরামহরি মন্দির।

৯) মণিপুর ঘাটরোডঃ- শ্রীনৃসিংহদেবের মন্দির।

১০) বড়ালঘাট রোডঃ- নৃত্যরত গৌরনিতাই মন্দির, শ্রীরাধারমন সেবাশ্রম।

১১) উডবার্ণ রোডঃ- বড়াল ঘাটের উত্তর দিকে শ্রীরাধেশ্যাম সুন্দর জিউ আখড়া, শ্রীনিতাই গৌর লক্ষ্মী নারায়ণ আখড়া, শ্রীগৌরগদাধর অঙ্গন, শ্রীমদনমোহন মন্দির ও শ্রী কানাই-বলাই মন্দির।

১২) ব্রজনান্দ গোস্বামী রোডঃ-  শ্রীগৌরচাঁদের আখড়া, গোবিন্দ জিউ মন্দির, শ্রীশ্রীমদনগোপাল মন্দির, রাধাগোবিন্দ জিউ মন্দির।

১৩) আগমেশ্বরী পাড়াঃ- আগমেশ্বরী মন্দির, বিখ্যাৎ আগমবাগীশ প্রতিষ্ঠিত কালি মন্দির।

১৪) রামসীতাপাড়াঃ- শ্রীগৌর কুঞ্জ, শ্রীশ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির,  গুরু করুনা নিকেতন।

১৫) বিহারীলাল চ্যটার্জী লেনঃ- শ্রীশ্রী মদনমোহন মন্দির।

১৬) নেতাজী সুভাষ বসু রোডঃ- ভারত সেবাশ্রম সংঘ ও যাত্রী নিবাস।

১৭) রাধাবাজার পার্কঃ- মুখোটি বাড়িতে শ্রীশ্রীগৌরসুন্দর আর রাধা শ্যামসুন্দর মন্দির, পাশেই পুরীর মন্দিরের ঢঙ্গে সারস্বত গৌড়িয় মঠ।

১৮) রাণীরঘাটঃ- রাধারাণীর মন্দির ও গুপ্ত বৃন্দাবন, শ্রীগুরু আশ্রম, গন্ধ বণিক বৃদ্ধাশ্রম।

১৯) জহরলাল নেহেরু রোড ঃ- বুড়ো শিব ব্রজধাম, বৃন্দাবনচন্দ্রের মন্দির, শ্রীবালকনাথ শিব মন্দির, মঙ্গলচন্ডী মাতা মন্দির।

২০) বসাক পাড়াঃ- সেবাকুঞ্জ।

২১) নূতন চড়ায়ঃ- শ্রীশ্রী গৌররায় মন্দির।

২২) দেয়ারাপাড়াঃ- শ্রীশ্রী মহানির্মাণ মঠ, শ্যামবিনোদিনী কুঞ্জ, মহাপ্রভূর মন্দির, মণিপূর রাজবাড়ি বিগ্রহ, দেবানন্দ গৌড়িয় মঠ, শ্রী গৌর অঙ্গন।

২৩) শ্রীচৈতন্য সারস্বত মঠ, গৌরাঙ্গ সেতুর কাছে।

২৪)  নবদ্বীপ শুধু মহাপ্রভূর জন্মস্থানই নয়, এখানে শিবের গাজন হয়, বিখ্যাৎ রাস উৎসব। রামযাত্রা ও ঝুলন যাত্রা  খুবই প্রসিদ্ধ। মন্দির, মঠ, টোলে ছড়াছড়ি। শেষ স্বাধীন হিন্দু রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল এই নবদ্বীপে। 

নবদ্বীপের রাসউৎসব-এ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সারা নবদ্বীপ জুড়ে কয়েক শত প্যান্ডেল ও প্রতিমা সাজানো হয় । বিভিন্ন শিল্পের সমাবেশ চোখে পড়ে । দূর দূরান্ত থেকে পূন্যারথীরা ভীড় করেন । অবশ্যই একবার রাসে ঘুরে যাবনে । 

কীভাবে পৌঁছাবেনঃ- হাওড়া থেকে ট্রেনে নবদ্বীপ ধাম।

থাকবার জায়গাঃ- প্রচুর লজ, হোটেল, মঠ, আশ্রম, সমাজবাড়ি আছে থাকবার জন্য।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ